১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় প্রশিকার অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালা

admin
প্রকাশিত জুলাই ৬, ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ণ
গাইবান্ধায় প্রশিকার অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালা

শফিকুর রহমান 

গাইবান্ধা প্রতিনিধি

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক পরিকল্পনার কাজের অগ্রগতি পর্যালোচনা ও ২০২৫-২০২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালা শনিবার গাইবান্ধা জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-প্রধান নির্বাহী মো: আব্দুল হাকিম।
গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রশিকার পরিচালক রিজুওয়ানুস শামীম রাজীব, বগুড়া জোনের বিভাগীয় ব্যবস্থাপক মো: নুরুল হুদা কেন্দ্রীয় ব্যবস্থাপক মো: হারুন-অর-রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক মো: রিপন খান। কর্মশালায় গাইবান্ধা ও বগুড়া জোনের ১৬ টি শাখা ও ৯টি উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, লোন অফিসার ও ক্যাশিয়ারবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ১৯৭৬ সাল থেকে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আর্থিক সেবার পাশাপাশি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, আইনগত সহায়তা প্রদান, বিডি রুরাল ওয়াস, আরবান গার্ডেনিং, হ্যাচারি, নার্সারী, গরু মোটাতাজাকরণ, সমন্বিত কৃষি খামার, নারী সমাজ উন্নয়ন ও ক্ষমতায়ন, মাদকমুক্ত যুব সমাজ গঠন, অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, প্রতিবন্ধী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ১৬টি শাখার শাখা ব্যবস্থাপক স্ব স্ব শাখার বিগত বছরের কাজের অগ্রগতি ও চলতি বছরের বাজেট উপস্থাপন করেন । গত অর্থবছরের কাজের অগ্রগতি সকল শাখা সন্তোষজনক হওয়ায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রশংসা করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আগামী বছরের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। গাইবান্ধা ও বগুড়া জেলার প্রানিত্মক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা উন্নয়নে প্রশিকা যেন আরও কার্যকর ভূমিকা রাখতে পারে সে বিষয়ে অতিথিরা পরামর্শ প্রদান করেন। প্রশিকাকে স্বচ্ছ, জবাবদিহিতা ও ন্যায়পরায়নভিত্তিতে পরিচালিত হওয়ার আহবান জানিয়ে কর্মশালার বাজেট পর্ব শেষ করেন।

Sharing is caring!