১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিল মুক্তিযোদ্ধা তৈরিতে আওয়ামীলীগের মেশিন ছিল -মোসলেম উদ্দিন

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ণ
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিল মুক্তিযোদ্ধা তৈরিতে আওয়ামীলীগের মেশিন ছিল -মোসলেম উদ্দিন

শফিকুর রহমান

গাইবান্ধা প্রতিনিধি

আওয়ামী লীগের একটি মেশিন ছিল যেখানে তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাতেন আবার রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাতেন বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন। তিনি বলেন, যারা সাড়ে ১৬ বছর ভারতের কথায় দেশ চালাতো তারা ভারতীয় রাজাকার। মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সমপদ। যতদিন বাংলাদেশ নামের রাষ্ট্র থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদেরকে এ জাতি স্মরণ করবে।
বৃহসপতিবার গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিলে তিনি এসব কথা বলেন। কাউন্সিলে গাইবান্ধা জেলার শতাধিক বীরমুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরম্নল আমীন সরদারের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য দেন জেলা সংগঠনের প্রধান উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম সরকার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর অঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান, আব্দুল জলিল তোতা, আব্দুল লতিফ মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সেক্রেটারী আব্দুস সবুর।
পরে মোঃ নুরুল আমীন সরদারকে সভাপতি ও আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।

Sharing is caring!