১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নে পালিত হলো কোস্ট ফাউন্ডেশন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ২৯, ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ণ
মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নে পালিত হলো কোস্ট ফাউন্ডেশন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

মো কামরুল হোসেন সুমন,

মনপুরা:

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলায় পালিত হলো কোস্ট ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় আজ ২৭ জুলাই ২০২৫  সকাল ১০ ঘটিকায় কলাতলী ইউনিয়নের  সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন কার্যালয়ে ইউনিয়নের ৫ জন  শ্রেষ্ঠ প্রবীণ , ৫ জন শ্রেণ্ঠ সন্তান, ১ জন কৈশোর কার্যক্রমের মেন্টর , ৫ জন যুব  পুরুষ সদস্য ,৫ জন যুব নারী সদস্য সহ মোট ২১ জনকে সম্মাননা  করা হয়। সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আব্দুর রশিদ, সাবেক প্রধান শিক্ষক মির্জাকালু সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত সবাই আগামী দিনের জন্য কলাতলী ইউনিয়ন কে এগিয়ে নেওয়ার জন্য নিজ নিজ কমিটমেন্ট ব্যক্ত করেন ।

উক্ত  সম্মাননা অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়েছে – শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা প্রদান করা হয়েছে  মো: কাঞ্চন মিয়া, আলহাজ আবদুর রশিদ মাস্টার ,অবদুল হাই, ননী গোপাল দাস, শ্রেষ্ঠ প্রবীণ নারী নাছিমা বেগম, শ্রেণ্ঠ সন্তান মো: শাওন, মো: জিহান,মো: রবিন, মো: আরিফ শ্রেষ্ঠ যুব পুরুষ সম্মাননা প্রদান – নিজাম উদ্দিন সাহেদ মো: আকরাম, মো: সোহাগ ,সোহেল, রায়হান, কৈশোর কর্মসূচির মেন্টর সম্মাননা প্রদান করা হয়েছে আশা রানী দাস, যুব নারী সন্মাননা প্রদান করা হয়েছে তাছলিমা,সানজিদা আক্তার,চাঁদনী,কানিজ ফাতেমা,রাবেয়া বেগম কে । সম্মাননা প্রাপ্ত গণ বলেন কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সকলকে ভালো কাজে উৎসাহিত করা হচ্ছে । আমরা সকলে ভালো কাজে যুক্ত থাকব । সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক আলামিন কে ক্রেস্ট প্রদান করা হয় । উক্ত সম্মাননা অনুষ্ঠান পরিচালনা করেন কোস্ট ফাউন্ডেশনের মো: ফজলুল হক   সহযোগীতায় ছিলেন আব্দুল সালাম –স্বাস্থ্য কর্মকর্তা । আরও উপস্থিত ছিলেন কলাতলী ইউনিয়ন পরিষদ উদ্যাগক্তা ও সাংবাদিক মোঃ গফুর

Sharing is caring!