৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা সুন্দরগঞ্জের বন্দোবস্ত দলিল থাকা সত্ত্বেও জমি ফেরত নিবে সরকার এমন খবরে দিশেহারা ভূমিহীন কৃষকরা

admin
প্রকাশিত জুন ২৪, ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ণ
গাইবান্ধা সুন্দরগঞ্জের বন্দোবস্ত দলিল থাকা সত্ত্বেও জমি ফেরত নিবে সরকার এমন খবরে দিশেহারা ভূমিহীন কৃষকরা

Manual3 Ad Code

তানিন আফরিন

Manual3 Ad Code

গাইবান্ধা প্রতিনিধি

Manual2 Ad Code

সরকার কর্তৃক স্থায়ী বন্দোবস্ত দেওয়া খাস জমি জরিপে চূড়ান্তভাবে ও প্রকাশিত খতিয়ানে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিদের নামে রেকর্ড থাকা সত্ত্বেও হরিপুর ব্রিজের উত্তর পাশে খাস বন্দোবস্ত জমিনগুলো কৃষকদের কাছ থেকে ফের নিবেন সরকার, এমনটাই দাবি করেছেন বন্দোবস্ত দলিল পাওয়া সুন্দরগঞ্জ উপজেলা হরিপুরের ভূমিহীন কৃষকদের।

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা নদীর গর্ভে বসতভিঠা ফসলি জমি হারিয়েছেন নিঃস্ব হয়ে মানবতার জীবন যাপন করছেন হাজারো মানুষ। সেই ভুমিহীন মানুষগুলো দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে ঘুরে যখন সরকারের
সরকার কর্তৃক স্থায়ী বন্দোবস্ত দলিলের মাধ্যমে সুন্দরগঞ্জ হরিপুর মৌজার ১৬৮০ ও ১০০১ দাগে প্রায় ৬০ একর জমি কৃষকদের নামে বন্দোবস্ত দলিল হয়েছে। ওই জমিগুলোতে তারা দীর্ঘদিন থেকে ওই চাষাবাদ করে আসছেন হরিপুরের প্রায় শতাধিক কৃষক, জমিগুলোতে ফসল করে জীবিকা নির্বাহ করেন তারা, সব মিলে প্রায় এক থেকে দেড় হাজার মানুষের জীবিকা চলে এই জমির উৎপাদিত ফসল থেকে। বন্দোবস্ত দলিলকৃত ভূমিহীন কৃষকরা বলেন আমরা সরকারের কাছ থেকে বন্দোবস্ত দলিলের মাধ্যমে প্রায় ৬০ একর ফসলি জমি সরকার আমাদের দেয়। সেই জমিগুলোতে আমরা ফসল উৎপাদন করে থাকি, ঔ ফসল দিয়ে আমাদের জীবন চলে, যদি সরকার এই জমিগুলো নিয়ে নেয় তাহলে আমরা আমাদের নিজেদের প্রাণ দিয়ে দেব কিন্তু প্রাণ থাকতে এক ইঞ্চি জমিও ছাড়বো না।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস মুঠোফোনে বলেন আপাতত আমরা কোন জমি সরকার গ্রহণ করছে না তবে হরিপুর ব্রিজের উত্তর পাশে দুইটি দাগ প্রায় একশত একর খাস জমে রয়েছে, তার মধ্যে ৫ থেকে ১০ একর জমি বন্দোবস্ত দলিল থাকতে পারে সেগুলো আমরা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এর বাহিরে যে জমিগুলো রয়েছে সেগুলো আমরা আলাদা করে দেখার চেষ্টা করছি।
তবে যেগুলো বন্দোবস্ত দলিল রয়েছে সে জমিগুলো সরকার গ্রহণ করবে না।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code