৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যুবদের সুপ্ত প্রতিভা জাগরত করণে গাইবান্ধায় নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ২৪, ২০২৫, ০৬:২৫ অপরাহ্ণ
যুবদের সুপ্ত প্রতিভা জাগরত করণে গাইবান্ধায় নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

তানিম আফরিন

Manual6 Ad Code

গাইবান্ধা প্রতিনিধি

Manual7 Ad Code

যুবদরে সুপ্ত প্রতিভা জাগরত করণে আরএইচস্টপে প্রকল্পের আওতায় গাইবান্ধা জিইউকে ট্রের্নিং এন্ড কমিউইনেকশন সেন্টারে মঙ্গলবার এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। আরএইচস্টেপ এই নেটওয়ার্কিং সভার আয়োজন করে।
আরএইচস্টেপ কেন্দের ইউনিট প্রধান মো: এনামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা শাখা ও এনজিও সেল) সালাহ উদ্দিন মাহমুদ, জেলা সমাজসবো কার্যালয়ের উপ পরিচালক মোঃ ফজলুল হক, গাইবান্ধা যুব উন্নয়ন অধদিপ্তর সহকারী পরিচালক মোঃ খাদেমুল ইসলাম, জেলা ট্রের্নিং কো-অর্ডিনেটর মোঃ কামরুল হাসান, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার বর্মন ফুলু, প্রধান শিক্ষক শেখ ফরিদ সরকার, প্রধান শিক্ষক মোস্তফা ফরহাদ, সহকারী প্রধান শিক্ষক বাবুল কুমার, স্টেকহোল্ডার মোঃ রেজা মিয়া, সেবাগ্রহীতা মোছাঃ সুমাইয়া সাফি প্রমুখ। ইউওয়াইপি কার্যক্রম নিয়ে পেজেন্টেশেন উপস্থাপন করেন, ইয়ুথ অফিসার মোছা: আসফিয়া খাতুন ও ইয়ুথ অফিসার মো: তাজবিল ইসলাম।
বক্তারা বাল্য বিবাহের হার বৃদ্ধি কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্যের অসচতেনতা এবং এর ফলে নানান রোগ বৃদ্ধি শিশু এবং মায়ের অপুষ্টির প্রভাব এবং ক্ষত, প্রতিবন্ধী কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের প্রতিবন্ধকতা এবং নারীর ক্ষমতা বৃদ্ধির উপর বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, ওয়ার্কিং সভার মূল লক্ষ্য হলো সরকারি বেসরকার প্রতিষ্ঠানের কর্মকতাদের সাথে ইউওয়াইপি প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম অভিহিত করণ এবং এর আওতায় কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, আর্থ- সামাজিক এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের সমস্যাগুলোর চিহ্নিতকরণ এবং এর আলোকে পরামর্শ গ্রহণ । সেইসাথে তাদের ভিতরে সুপ্ত প্রতিভাগুলো উম্মোচন করণ ও তার মাধ্যমে সমাজ তাদের ব্যক্তিপরিচয় প্রতিষ্ঠা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code