৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় আন্দোলনের মুখে অবশেষে ইউপি চেয়ারম্যান আজাদের পদত্যাগ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১২:০৮ অপরাহ্ণ
পাইকগাছায় আন্দোলনের মুখে অবশেষে ইউপি চেয়ারম্যান আজাদের পদত্যাগ

Manual8 Ad Code

মোঃ শফিয়ার রহমান,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :   খুলনার পাইকগাছা সর্বস্থরের ছাত্র জনতা ও সাধারণ জনগণের অব্যহত আন্দোলনের মুখে চেয়ারম্যানি পদ থেকে পদত্যাগ করেতে বাধ্য হয়েছেন রাড়ুলী ইউনিয়নের ৬বারের নির্বাচিত চেয়ারম্যান সাবেক অধ্যাক্ষ বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীগীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

Manual6 Ad Code

গত ১৫ ফেব্রুয়ারি শনিবার সর্বস্থরের ছাত্র জনতা ও সাধারণ জনগণের আহবানে ইউনিয়নের বাঁকা বাজারে চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের খবরটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার হয়।

Manual7 Ad Code

মানববন্ধন থেকে ঘোষনা করা হয় আজ (১৬ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদে মানববন্ধন অনুষ্ঠান হবে। গেল রবিবার সকালে ছাত্র-জনতা ও এলাকাবাসী ইউনিয়ন পরিষদের সামনে একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু করলে উপায়ন্ত না পেয়ে চেয়ারম্যান আবুল কালাম আজাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন।

Manual3 Ad Code

এসময় তিনি বার্ধক্য ও অসুস্থতার কারন উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর পদত্যাগের আবেদন করেন।  পদত্যাগের বিষয়টি জানাজানি হলে আন্দোলকারীদের মধ্য আনন্দের বন্যা বয়ে যায়। আনন্দ মিছিল করে মিষ্টি বিতরন করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগ পত্র পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন পত্রটি পাঠাবো।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code