
কবি খালিদ সাইফুল্লাহর লেখা ‘আমার বাবা মো. বজলুর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন
জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে বৃটেন প্রবাসী কবি খালিদ সাইফুল্লাহ’র লেখা বই ‘আমার বাবা মো. বজলুর রহমান’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মাইয়ুম তালুকতার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যক্তিত্ব, লেখক, গবেষক আবু তাহের চৌধুরী, টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর আবু তালহা চৌধুরী, কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, স্ক্রুটনি লিড কাউন্সিলর আব্দুল মান্নান, কাউন্সিলর বেলাল উদ্দিন, কাউন্সিলর বদরুল চৌধুরী, কাউন্সিলর সাবিনা আক্তার, ব্যারিস্টার ওমর ফারুক, উপদেষ্টা কবি মোহাম্মদ ইকবাল, উপদেষ্টা মো. সুলেমান আলী এবং সমাজসেবক নজরুল ইসলাম প্রমুখ।
ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সংগঠনের সভাপতি অধ্যাপক শামীম সাহেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতিকুর রহমানের যৌথ সঞ্চালনায় এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. সেলিম মিয়া, নিয়াজ পারভেজ চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী আমিন রশিদ, কোষাধ্যক্ষ মো. ইয়াকুব আলী, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আইল্যান্ড এডভাইস সেন্টারের ডাইরেক্টর ও টাওয়ার হ্যামলেটস কেয়ারার সেন্টারের ট্রাস্টি হাসান চৌধুরী শিপন, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ফয়সাল আহমেদ, সহ-দপ্তর সম্পাদক সাইফুল আলম চৌধুরী আলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুর রহমান প্রমুখ।
Sharing is caring!