১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আ.লীগ নেতা শেখ সিব্বির কারাগারে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৯:২১ অপরাহ্ণ
আ.লীগ নেতা শেখ সিব্বির কারাগারে

Manual2 Ad Code

,ময়মনসিংহ প্রতিনিধি,

Manual2 Ad Code

সন্ত্রাস দমন আইনের মামলায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শেখ সিব্বির আহমেদ চৌধুরীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার জেলার হালুয়াঘাট উপজেলার পাগলপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি রাতে উপজেলার দর্শাপাড় ব্রিজ এলাকায় গ্রেপ্তার আসামিসহ কয়েকজন সংঘবদ্ধ হয়। পরে তারা রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যদের নিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় রাষ্ট্রের সম্পত্তির ক্ষতিসাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করে তারা।

Manual6 Ad Code

এ ঘটনায় ১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার সরকার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। পরে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code