১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা অমান্য করে চরভদ্রাসন পদ্মা  নদীতে চলছে ইলিশ শিকার

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২৪, ১২:১০ পূর্বাহ্ণ
নিষেধাজ্ঞা অমান্য করে চরভদ্রাসন পদ্মা  নদীতে চলছে ইলিশ শিকার
  • ফরিদপুর জেলা প্রতিনিধিঃ- সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে   অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য কর্মকর্তাদের চোখের সামনে ইলিশ ধরার উৎসব চলছে। ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১৩ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিহরন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ১৮ দিন অতিবাহিত হলেও চরভদ্রাসন  উপজেলা মৎস্য বিভাগের নেই তেমন কোন সফলতা। কিন্তু পদ্মা  নদীতে জেলেরা এ নিষেধাজ্ঞা না মেনে ইলিশ শিকার করছে। অভিযানে মৎস্য কর্মকর্তাদের সুবিধা নিয়ে জেলেদের ইলিশ শিকার করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পদ্মা  নদীতে ৩০ থেকে ৪০টি নৌকা নিয়ে জেলেরা অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছে।

পদ্মা  নদীর বিভিন্ন পয়েন্টে  অভিযান পাহাড়া দিয়ে ইলিশ নিধন করা হচ্ছে। এসব এলাকায় স্পিডবোর্ড ও ট্রলার নিয়ে চরভদ্রাসন  মৎস্য বিভাগ নামকাওয়াস্তে অভিযান পরিচালনা করে লোক দেখানো। তাদের সামনেই নৌকা নিয়ে জেলে ও মৌসুমী জেলেরা নদীতে নেমে ইলিশ শিকার করছে। বিভিন্ন পন্থায় তা দালাল ও ফড়িয়াদের মাধ্যমে ইলিশ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, মৎস্য অফিসের অভিযানের ট্রলার নদীতে নামে মাত্র চলে তারা কোন জেলেদের ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করে না। স্পিডবোর্ড তো দেখানোর জন্য ট্রলারের পিছনে বেঁধে রেখে দেয় তেল খরচ হবে সেই কারণে ব্যাবহার করছে না। এরকম প্রতিদিন ও রাতে মৎস্য কর্মকর্তাদের চোখের সামনে ৩০ থেকে ৪০টি নৌকায় জেলেরা ইলিশ শিকার করছে। তবে মৎস্য বিভাগ বলছে, ইলিশ রক্ষায় যথাযথভাবে অভিযান অব্যাহত আছে।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর কবিরকে একাধিকবার ফোন দিয়া হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

Sharing is caring!