তুহিনুর রহমান মাশা,বিশেষ প্রতিনিধিঃ-
হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল এর তৎপরতায় বিকাশ হতে প্রতারনা পূর্বক হাতিয়ে নেয়া ২ লক্ষ ৪৩ হাজার টাকা ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দিয়েছে হবিগঞ্জ জেলা পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান ভুক্তভোগীদের হাতে উদ্ধারকৃত নগদ টাকা ও মোবাইল ফোন ফেরত দেন।
এদের মধ্যে সদর উপজেলার রিচি গ্রামের বাসিন্দা মোঃ সোনাই মিয়া, শামসু মিয়ার (৩৯), ২৮ হাজার ৪ শত ৮ টাকা, সুলতান মাহমুদপুর গ্রামের বাসিন্দা সামছু মিয়ার মেয়ে জোনাকী আক্তারের (৩৪), ৫২ হাজার টাকা, লোকড়া গ্রামের বাসিন্দা সনজব আলীর ছেলে কামাল মিয়ার (৩০) , ১ লক্ষ ২ হাজার ৮ শত ৬০ টাকা, দক্ষিন চতুড় গ্রামের বাসিন্দা মোঃ রজব আলীর ছেলে মর্তুজা আলী কামালের (৩৯) ৬৫ হাজার, ৪ শত টাকা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় মোঃ লুতফুর রহমান (৬১) নামের এক ব্যক্তির ব্যবহৃত ফোনটি হারিয়ে যাওয়ার পর সাধারন ডায়েরী করেন।
এছাড়াও অন্যান্য ভুক্তভোগীরা পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান এর বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে তার নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে প্রচারকদের হাত থেকে নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়া হয়।
Sharing is caring!