১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর এর লাশ উদ্ধারের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন 

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ণ
গোমস্তাপুরে নদী থেকে এসএসসি পরীক্ষার্থীর এর লাশ উদ্ধারের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন 

Manual6 Ad Code

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নদী থেকে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায়  মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে  রহনপুর পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন এ মানববন্ধনের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন,গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা,  রহনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ চক্রবতী,সাধারণ সম্পাদক মিঠু সরকার, শ্রী গৌতম রায়,সুবোধ দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা খয়রাবাদ হাজী সদর  আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়ের হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Manual5 Ad Code

প্রসঙ্গত: গত ১৩ অক্টোবর  ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তন্ময়(১৭)  নিখোঁজ হয়। নিখোঁজের চারদিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদবপুর ঘাটে মহানন্দা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত  হত্যাকাণ্ড।

Manual2 Ad Code

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয়  আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code