১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বোচাগঞ্জে সরিষা আবাদে বাম্পার ফলনের আশা ।

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ণ
বোচাগঞ্জে সরিষা আবাদে বাম্পার ফলনের আশা ।

Manual8 Ad Code

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

শীতের মৌসুমে বোচাগঞ্জ উপজেলার মাঠজুড়ে এখন হলুদ রঙের সমারোহ। দিগন্তজুড়ে সরিষা ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। সকালের হালকা বাতাসে দোল খাওয়া সরিষা ফুলে যেন প্রকৃতি নিজ হাতে হলুদের গালিচা বিছিয়ে দিয়েছে।

Manual6 Ad Code

৮ জানুয়ারি সরেজমিনে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, চারদিকে সরিষা ফুলের সমারোহ। কোথাও কোথাও ফুল ঝরে গিয়ে ইতোমধ্যে সরিষার ফল ধরতে শুরু করেছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে অধিকাংশ জমিতে সরিষা ফুল শোভা পাচ্ছে এবং কিছু জমিতে ফল আসতে শুরু করেছে। চলতি মৌসুমে বোচাগঞ্জ উপজেলায় মোট ৯২০ হেক্টর জমিতে বারি সরিষা ১৪, ১৭, ১৮ ও ২০ জাতের আবাদ করা হয়েছে।

Manual5 Ad Code

খানপুর গ্রামের কৃষক সুমন ইসলাম বলেন,এ বছর আমি ১ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। এ চাষে খরচ কম এবং পরিশ্রমও তুলনামূলক কম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার ফলন ভালো হয়েছে। আমার জমিতে ইতোমধ্যে ফল আসতে শুরু করেছে। আশা করছি দুই মাসের মধ্যেই সরিষা ঘরে তুলতে পারবো।

সুলতানপুর গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, ‘আমি প্রতি বছরই সরিষা আবাদ করি এবং ভালো ফলন পাই। গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া বেশি অনুকূলে থাকায় ফলন আরও ভালো হবে বলে আশা করছি।

Manual7 Ad Code

আরেক কৃষক নজরুল ইসলাম জানান, তিনি এ বছর ৩ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন।

তিনি বলেন, ‘মাঠে মাঠে এখন হলুদ ফুল শোভা পাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই ফুল থেকে ফল আসতে শুরু করবে। এরপর দেড় থেকে দুই মাসের মধ্যে সরিষা পাকতে শুরু করবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, ‘চলতি মৌসুমে আবহাওয়া ও পরিবেশ সরিষা চাষের জন্য অনুকূলে রয়েছে। তীব্র শীত, কুয়াশা ও শৈত্যপ্রবাহে সরিষার তেমন ক্ষতির আশঙ্কা নেই। কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code