১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আফগান সীমান্তে বোমা বিস্ফোরণে তিন পাক পুলিশ নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:১১ অপরাহ্ণ
আফগান সীমান্তে বোমা বিস্ফোরণে তিন পাক পুলিশ নিহত

Manual2 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

আফগান সীমান্তের কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে তিন পাকিস্তানি পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিস্ফোরণে আরও দুই কর্মকর্তা আহত হয়েছেন। পাক কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে ডেইলি সাবাহ।
বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান জেলায় এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানিয়েছেন, আজ বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার দেরা ইসমাইল খান জেলায় এই বিস্ফোরণ ঘটে। গত তিনদিনে এ ধরনের তৃতীয় ঘটনা এটি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
একদিন আগেই অর্থাৎ গত মঙ্গলবার (২ ডিসেম্বর) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে একজন সরকারি প্রশাসককে বহনকারী একটি গাড়িতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে তাকে, তার দুই রক্ষী এবং একজন পথচারীকে হত্যা করে।

Manual7 Ad Code

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী আজকের এই হামলার দায় স্বীকার করেনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে এই হামলার জন্য পাকিস্তানি তালেবানকে (টিটিপি) দায়ী করেছেন।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবান আফগানিস্তানের তালেবান সরকারের থেকে আলাদা। কিন্তু টিটিপিকে তাদের মিত্র হিসেবে দেখে পাকিস্তান। সাম্প্রতিক বছরগুলোতে এই গোষ্ঠীটি পাক নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান তীব্র করেছে।

Manual7 Ad Code

পাকিস্তানে সহিংসতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আফগানিস্তানের সাথে দেশটির উত্তেজনাও তীব্র হয়েছে। ২০২১ সালে তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে ইসলামাবাদ টিটিপিকে আফগান ভূখণ্ডকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছে, যা কাবুল অস্বীকার করেছে।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত ৯ অক্টোবর কাবুলে ড্রোন হামলার ঘটনা ঘটে। যে হামলার জন্য ইসলামাবাদকে অভিযুক্ত করে তালেবান-নেতৃত্বাধীন আফগান সরকার। এরপর প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। শুরু হয় সীমান্ত সংঘাত যাতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়।

Manual8 Ad Code

প্রায় ১০ দিন পর গত ১৯ অক্টোবর কাতারের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, যদিও ইস্তাম্বুলে পাক ও আফগান প্রতিনিধিদলের মধ্যে সাম্প্রতিক একাধিক বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code