৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুর্গাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ঝুমা ঢাকায় গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৫, ০৬:১৮ অপরাহ্ণ
দুর্গাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ঝুমা ঢাকায় গ্রেফতার

Manual7 Ad Code

দুর্গাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ঝুমা ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ( ঢাকা):

Manual2 Ad Code

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। ঢাকার বাসা থেকে বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ৭ জন গ্রেফতারের কথা জানান।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

Manual7 Ad Code

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ৭ জন গ্রেফতারের কথা জানান।

Manual5 Ad Code

গ্রেফতারকৃত অন্যরা হলেন- বরগুনা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাহাবুদ্দিন সাবু (৫০), পল্টন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছিন হাওলাদার ওরফে ইয়াছিন কোম্পানি (৫৭), ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা যুবলীগের সহ-সভাপতি বেলাল উদ্দিন রাজিব (৩৮), ছাত্রলীগের সক্রিয় সদস্য ফয়সাল খন্দকার (১৯), আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী শামীম শেখ (৩২), টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল (৪৬) ও যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল (৪৫)।

জানা গেছে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার। তবে পরে নৌকার মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। এর আগে তিনি দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হন। ঝুমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার আওয়ামী লীগের তিনবারের এমপি ছিলেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেফতার সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code