১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা সংকট: কাঁটাতার কেটে গোপন পথ, অচল সিসিটিভি

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ০৭:২৯ অপরাহ্ণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা সংকট: কাঁটাতার কেটে গোপন পথ, অচল সিসিটিভি

Manual1 Ad Code

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ

মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ৭ লাখ রোহিঙ্গা। আট বছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১ লাখে।

উখিয়ার পাহাড়ি জনপদের ৮ হাজার একরজুড়ে গড়ে ওঠা ৩৩টি ক্যাম্পে এখন নিরাপত্তাহীনতা চরমে উঠেছে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গা নিয়ন্ত্রণে স্থাপিত কাঁটাতারের বেড়ার বহু স্থানে কেটে তৈরি করা হয়েছে গোপন পথ। শুধু উখিয়ার পানবাজার ক্যাম্পেই ছয়টি স্থানে এমন পথের অস্তিত্ব পাওয়া গেছে। এসব পথ ব্যবহার করে রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে অবাধে চলাচল করছে, যা নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।

Manual7 Ad Code

বিজিবি জানিয়েছে, দুষ্কৃতিকারীরা কাঁটাতার কেটে ফেলার পর তা আর মেরামত করা হয়নি। সুযোগটি কাজে লাগিয়ে কিছু রোহিঙ্গা স্থানীয় অপরাধীদের সঙ্গে মাদক ও অস্ত্র কারবারে জড়িত হচ্ছে।

এপিবিএন-এর তথ্য অনুযায়ী, ক্যাম্পে স্থাপিত ৭০০ সিসিটিভি ক্যামেরার একটিও বর্তমানে সচল নেই। ফলে ভেতরের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কার্যত বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, কাঁটাতার কাটা, নজরদারি ব্যবস্থা নষ্ট করা এবং স্থানীয় অপরাধীদের যোগসাজশে ক্যাম্পের নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জে পড়েছে।

তারা বলছেন, দ্রুত কাঁটাতার সংস্কার ও সিসিটিভি পুনঃস্থাপন না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Manual5 Ad Code

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন মানবিক সংকটের পাশাপাশি নিরাপত্তার হুমকি হিসেবেও দেখা দিচ্ছে বলে মনে করছে সুশীল সমাজের প্রতিনিধিরা।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code