১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে টাইফয়েড টিকা দান কর্মসূচি নিয়ে,জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:১৬ অপরাহ্ণ
খাগড়াছড়িতে টাইফয়েড টিকা দান কর্মসূচি নিয়ে,জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Manual6 Ad Code

মোঃলোকমান হোসেন খাগড়াছড়ি।।

Manual4 Ad Code

খাগড়াছড়ির ৯টি উপজেলার ৯’মাস থেকে ১৫’বছরের কম বয়সের শিশু – কিশোর – কিশোরীদের টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান কর্মসূচির বিস্তারিত বিষয়ে জনসচেতনা বৃদ্ধি সহ বহুল প্রচার ও কল্পে, জেলা সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

আজ ২৪-০৯-২৫’ইং রোজ বুধবার সকাল দশটা থেকে দুপুর ১’টা পর্যন্ত খাগড়াছড়ি সিএস অফিস হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সভায় সিভিল সার্জন মোঃ ছাবের বলেন, বাংলাদেশের এক পরিসংখ্যানে দেখা যায় – যে ১৫’বছরের নিচে শিশু – কিশোর-কিশোরীদের টাইফয়েড আক্রান্তের হার বেশি।

Manual6 Ad Code

তাই গণপ্রজাতন্রী বাংলাদেশ সকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যেগে দেশের প্রত্যান্ত অঞ্চল গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন – উপজেলা ও জেলা শহরের (৯’মাস থেকে ১৫’বছরের কম বয়সের শিশু – কিশোর কিশোরীদের টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হবে, আগামী ১২’ই অক্টোবর ২৫’ইং তারিখ থেকে শুরু হবে আর ঐ বয়সের সকল শিশু- কিশোর – কিশোরী সহ তাদের অভিভাবকদের নিজ দায়িত্বে তার সন্তানদের (৯’মাস থেকে ১৫’বছর কম বয়স) পর্যন্ত বয়সের) সকলেই এ টিকা গ্রহণ করার জন্য আহব্বান জানান তিনি।

উক্ত মত বিনিময় সভার প্রধান অথিতি, মোহাম্মদ ছাবের হোসেন চৌধুরী, সিভিল সার্জন খাগড়াছড়ি।

বিশেষ অথিতি মোছাঃ ফেরদৌস বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক খাগড়াছড়ি ও সিনিয়র ডাক্তার সহ অফিস স্টাপগন এবং প্রেসক্লাব সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code