১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খুলনার খালিশপুরে সাবেক যুবদল নেতার ওপর দু-র্বৃত্তদের কু-পি-য়ে হ-ত্যা চেষ্টা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
খুলনার খালিশপুরে সাবেক যুবদল নেতার ওপর দু-র্বৃত্তদের কু-পি-য়ে হ-ত্যা চেষ্টা

Manual3 Ad Code

খুলনা প্রতিনিধি

Manual4 Ad Code

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ১১ নং ওয়ার্ডে এক সাবেক যুবদল নেতার ওপর প্রকাশ্যে কু-পি-য়ে হ-ত্যা চেষ্টা চালিয়েছে একদল দু-র্বৃত্ত। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই সাবেক যুবদল নেতা বাসার সামনের রাস্তায় অবস্থান করছিলেন। এসময় হঠাৎ করে কয়েকজন সশস্ত্র দু-র্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের একাধিক স্থানে গভীর জখম রয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে, বলে জানাই। খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে এটি পূর্ব শত্রুতা জের ধরে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তারের জের ধরে এ ধরনের ঘটনা বারবার ঘটছে, যা সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তুলছে।
ঘটনার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে। দলীয় নেতাকর্মীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
খুলনা মহানগরীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা খালিশপুরে প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code