
বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ স্কাউটস্ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে তিনদিনব্যাপী স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স-এর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকালে স্থানীয় পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ স্কাউটস্ উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভূট্টো,উপজেলা মাধ্যমিক অফিসার এবিএম নকিবুল হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বারী সরকার, গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকার ও স্কাউট প্রশিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় স্কাউটস্ উপজেলা শাখা নির্বাহী কমিটির সম্পাদক তাহমিনা খাতুন,কমিশনার এমএ রব মিয়া, সহকারি কমিশনার আজাদুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, স্কাউটস্ লিডার রফিকুল ইসলাম রাজু ও স্কাউটার শহীদ সোহরাওয়ার্দী ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
২৪-২৬ আগস্ট স্কাউট পারদর্শিতা কোর্সে ইউনিক স্কাউট লিডার ১০ জন এবং স্কাউট শিক্ষার্থী ৫০ জন অংশ নেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
Sharing is caring!