৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বি.এস.কে.এস ইন্টারন্যাশনাল মিডিয়া কোম্পানি লিমিটেড এর অন্তর্ভুক্ত মিডিয়া প্রতিষ্ঠানগুলো জরুরী নির্দেশনা

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ০৯:৩০ অপরাহ্ণ
বি.এস.কে.এস ইন্টারন্যাশনাল মিডিয়া কোম্পানি লিমিটেড এর অন্তর্ভুক্ত মিডিয়া প্রতিষ্ঠানগুলো জরুরী নির্দেশনা

বিশেষ নোটিশ

বি.এস.কে.এস ইন্টারন্যাশনাল মিডিয়া কোম্পানি লিমিটেড এর অন্তর্ভুক্ত মিডিয়া প্রতিষ্ঠানগুলো জরুরী নির্দেশনা।

প্রশাসনিক দায়িত্বরত অস্থায়ী কর্মকর্তাদের নাম উল্লেখ করা হলো:

১/শেখ তিতুমীর আকাশ

২/ মোহাম্মদ ফিরোজ

৩/ লাকি আকতার

৪/ মোঃ সেলিম উদ্দিন

৫/ মোঃ রানা আহমেদ (তাজ)

সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আজ রাত ১১ টায় বি এস কেস ইন্টারন্যাশনাল মিডিয়া কোম্পানি লিমিটেডের সকল অঙ্গ প্রতিষ্ঠানের অস্থায়ী ভিত্তিতে প্রশাসনিক কর্মকর্তাদেরকে সসম্মানে whatsapp গ্রুপে সংযোগ হইতে নির্দেশ প্রদান করা গেল।

উক্ত সভায় মূল কার্যক্রম হবে প্রতিষ্ঠানের যে সকল পত্রিকা গুলো রয়েছে

১/ জাতীয় দৈনিক স্বাধীন ভাষা প্রিন্ট মিডিয়া।

২/ জাতীয় সাপ্তাহিক অভিযোগ প্রিন্ট মিডিয়া।

৩/ দৈনিক আমার প্রিয় বাংলাদেশ প্রিন্ট মিডিয়া।

৪/ সাপ্তাহিক বাংলার বারুদ প্রিন্ট মিডিয়া।

৫/ জাতীয় পাক্ষিক বাংলা সাহিত্য বার্তা প্রিন্ট মিডিয়া।

৬/ অনলাইন আইপি টিভি সরকারি নিবন্ধন অন্তর্ভুক্ত (অভিযোগ) আইপি টিভি।

 

এ সকল প্রতিষ্ঠানগুলো নিয়ে সার্বিকভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বর্তমানে অস্থায়ী ভিত্তিতে যে কমিটি প্রকাশ করা হইল তারা সকলেস্থানে থেকে আজকে রাত্র ১১ ঘটিকায় whatsapp গ্রুপে উপস্থিত থাকিবেন।

নিবেদক –

শেখ তিতুমীর আকাশ

চেয়ারম্যান,

বি.এস.কে.এস ইন্টারন্যাশনাল মিডিয়া কোম্পানি লিমিটেড।

Sharing is caring!