
মো:কামরুল হোসেন সুমন,মনপুরা:
ভোলার মনপুরা উপজেলার ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সংলগ্ন জনতা বাজার মাছ ঘাটে গোপন সংবাদের ভিত্তিতে মনপুরার নৌ- বাহিনীর অভিযানে বিপুল পরিমানে পরিত্যাক্ত অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে আজ ১৮ -আগষ্ট-২০২৫ আনুমানিক বিকেল ৭ঃ০০ ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করা হয় মনপুরার জনতা বাজার মাছ ঘাটে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমানে অবৈধ কারেন্ট জাল দেখা গেলে মনপুরা নৌ বাহিনীর একটি চৌকস টিম জাল গুলো আটক করে, পরে জাল মালিক খবর পেয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক লক্ষ্য পনেরো হাজার মিটার, যার বাজারমূল্য ৪০ লক্ষ পঁচিশ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জালের মালিক বা ব্যবহারকারীরা পালিয়ে যায়।
পরে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মো ফজলে রাব্বি’র অনুমতিক্রমে অবৈধ কারেন্ট জাল গুলো মৎস্য কর্মকর্তার সহকারী ও উপস্থিত জনতার সামনে, জনতা বাজার সুইচ গেটের পাশে এনে আগুনে পুড়িয়ে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র সহকারী মো মনিরুল ইসলাম ও মেরিন ফিশারিজ অফিসার,নৌ বাহিনীর টিম সহ মনপুরা থানা পুলিশ,এলাকার ইউপি সদস্য, চৌকিদার ও স্হানীয় রাজনৈতিক ও গণমাধ্যমকর্মী সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
Sharing is caring!