১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোঃ মুক্তাদির হোসেন।

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ণ
কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোঃ মুক্তাদির হোসেন।

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার।

Manual7 Ad Code

দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যজীবিদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবি, উদ্যোক্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতের পোনা মাছ অবমুক্ত করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও সফল মৎস্যজীবিদের মাঝে সম্মাননা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ বলেন, মৎস্য খাতের অবদানের জন্য আমাদেরকে প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি-প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। গাজীপুরের বেলাই বিল খাদ্যশস্য ও মৎস্য আহরণে বড় ভূমিকা পালন করে। এই বেলাই বিল যেন ধ্বংস না হয় সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, পরিবেশ বান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে এ খাতকে সমৃদ্ধ করা সম্ভব।

Manual1 Ad Code

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সোহা তামান্না, উপজেলা কৃষি করপোরেশন কর্মকর্তা বহিৃ রানী শিখা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ সফল মৎস্য চাষী হিসেবে মো. নুরুল ইসলাম নুরু, মো. রবিউল ইসলাম ও মাসুদ হাসান মিন্টুকে মৎস্য চাষে সফলতার জন্য সম্মাননা স্মারক প্রদান করেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code