১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গাইবান্ধা জেলার উপজেলা গোবিন্দগঞ্জে নজরুল হত্যা রহস্য উন্মোচন মামলার মূল আসামী গ্রেফতার।

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ণ
গাইবান্ধা জেলার উপজেলা গোবিন্দগঞ্জে নজরুল হত্যা রহস্য উন্মোচন মামলার মূল আসামী গ্রেফতার।

Manual5 Ad Code

শেখ আসাদুজ্জামান আহমেদ টিটু, বিশেষ প্রতিনিধি।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নে আলোচিত জামায়াত নেতা ও বিকাশ ব্যাংকিং ব্যবসায়ী নজরুল ইসলাম (৩২) হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উন্মোচন ও মূল আসামী রিফাত মন্ডল সৌরভকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নিহত নজরুল ইসলামের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রিফাত মন্ডল সৌরভ (১৬) উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম বর্তমান হরিপুর,নানা বাড়ীর মোঃ ছামিউল ইসলাম ছানার পুত্র।

Manual1 Ad Code

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম আজ সোমবার দুপুর আড়াইটায় থানায় আয়োজিত এক প্রেস কনফারেন্সে জানান,ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। গাইবান্ধা সদর থানার নিউ মেরিট কেয়ার কোচিং সেন্টারের ২নং আবাসিক ভবনের ১৯ নম্বর কক্ষ থেকে আজ ১৮ আগষ্ট ভোর ৫টা নাগাদ আসামী রিফাতকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

প্রেস কনফারেন্সে জানানো হয়,জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রিফাত জানায় নিহত নজরুল ইসলামের দোকানে ফ্লেক্সি লোডের এগার’শ টাকা বাকি পড়েছিল,এরই মধ্যেই গত প্রায় দেড় মাস পূর্বে রিফাত তার অপর দুই সহযোগি সহ নিহত নজরুলের দোকান চুরি করে। এ ঘটনায় এলাকাবাসী রিফাতকে ধরে মারধর সহ ষাট হাজার টাাকা জরিমানা করে।

উক্ত ঘটনার জেরে ব্যবসায়ী নজরুল ইসলামের ক্ষতি করার সুযোগ খুজতে থাকে রিফাত। ঘটনার দিন বাড়ী ফেরার পথে পাওনা এগার’শ টাকা পরিশোধ করবে মর্মে রিফাত নজরুলকে ফোন করে। দোকান বন্ধ করে নজরুল বাড়ী ফেরার পথে কানিপাড়াগামী কাচা রাস্তার মাথায় পৌঁছলে সেখানে রিফাতের সাথে নজরুলের দেখা হয়। এক পর্যায়ে দু’জন কথা বলতে বলতে হাটতে থাকে এবং ঘটনাস্থলে পৌঁছলে ক্লোরোফম মিশানো রুমাল দিয়ে রিফাত নজরুলের নাক মুখ চেপে ধরে,এতে নজরুল অজ্ঞান হয়ে পরলে টেনে হিচরে পাশের জমিতে নিয়ে গলাকেটে নজরুলকে হত্যা করে তার পকেটে থাকা দুইটি মোবাইল নিয়ে নেয়। এরপর হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি জনৈক বছির উদ্দিনের পুকুরে ফেলে দেয়। এছাড়াও মোবাইল ফোন দুুটিও পৃথক দুুটি জায়গায় ফেলে দেয়। মামলার অন্যান্য দিক নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

স্থানীয়রা দ্রুত সময়ে আসামী গ্রেফতার ও হত্যাকান্ডের রহস্য উন্মোচন ঘটনায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তবে তারা মনে করেন,পুলিশের এমন সাফল্য সবসময়,সব ক্ষেত্রেই অব্যাহত থাকলেই কেবল এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে আসবে।

Manual3 Ad Code

উল্লেখ্যঃ গত শনিবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশন নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ও মোবাইল ব্যাংককিং এজেন্ট ব্যবসায়ী, শীতল গ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের পুত্র নজরুল ইসলাম (৩২) নাকাইহাটের তার কর্মস্থল থেকে বাড়ী ফেরার পথে গলাকেটে হত্যা করে অজ্ঞাত দুবৃর্ত্তরা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code