৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় দলিল লেখকদের ৭ দফা দাবি পূরণে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ০৯:১৬ অপরাহ্ণ
গাইবান্ধায় দলিল লেখকদের ৭ দফা দাবি পূরণে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

বিশেষ প্রতিনিধি।

দলিল লেখকদের ৭ দফা দাবি পূরণে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা দলিল লেখক সমিতি।

রোববার দুপুরে দলিল লেখকদের পক্ষে স্মারকলিপি প্রদান করেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিক।

সাত দফা দাবির মধ্যে রয়েছে,(ক)দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। (খ)সাবেক আইনমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দলিল প্রতি সম্মানী ভাতা ন্যূনতম ৪ হাজার টাকা নির্ধারণ।(গ)লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখা ব্যতীত অন্য কেউ দলিল লেখতে বা মুসাবিদা করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি (ঘ)থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ (ঙ)যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা বা মুসাবিদা কারক হিসাবে দলিল লেখকদের আসামি না করা। (চ)দলিল লেখক সমিতির থানা ও জেলা কমিটির সুপারিশ ব্যতীত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না ।(ছ)মর্মে প্রজ্ঞাপন জারি ও দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান।

স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির উপদেষ্টা আব্দুস সামাদ, সহ-সভাপতি ইমান আলী মন্ডল ও আবুল হোসেন, কোষাধ্যক্ষ রিয়াজ আহমেদ, দপ্তর সম্পাদক তোজাম্মেল হক সরকার, সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, দলিল লেখক জাহাঙ্গীর আলম ও দানিউল ইসলাম প্রমুখ।

Sharing is caring!