৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপি ক্ষমতায় আসলে ‘সৎ ও যোগ্যরা শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবে_ বিএনপি নেতা তানভীর হুদা সুমন

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫, ০৫:১৬ অপরাহ্ণ
বিএনপি ক্ষমতায় আসলে ‘সৎ ও যোগ্যরা শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবে_ বিএনপি নেতা তানভীর হুদা সুমন

চাঁদপুর প্রতিনিধি

সুজাতপুর ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও এডিশনাল এটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২(মতলব উত্তর-দক্ষিন) সংসদীয় আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেন বিএনপি ক্ষমতায় আসলে ‘সৎ ও যোগ্যরা শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবেন।

শনিবার (১৬আগস্ট) দুপুরে সুজাতপুর কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তানভীর হুদা বলেন, আজকের সংবর্ধিত অতিথি একজন গুনী ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। এডভোকেট বোরহান উদ্দিন সাহেব সুজাতপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি হওয়ায় কলেজ কর্তৃপক্ষ পেয়েছে যোগ্য অভিভাবক ও অভিভাবকরা পেয়েছেন একজন নিঃস্বার্থ সেবক। তিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং আইনগতভাবে সহায়তা করে গেছেন

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি এডভোকেট বোরহান উদ্দিন বলেন, সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ইতোমধ্যেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত। এই প্রতিষ্ঠানে পড়াশোনার মান যত বাড়বে, শিক্ষার্থীরা তত ভালো অবস্থানে যাবে। রাজনীতির উর্ধ্বে উঠে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে রাজনীতি ঢোকানো যাবে না। বর্তমানে মতলবে অপরাধ বৃদ্ধি পেয়েছে। মাদক, ইভটিজিং ও মোবাইলের ভয়াবহতা থেকে সন্তানদের রক্ষা করতে হবে। মোবাইল আসক্তির কারণে আজকাল হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটছে। তাই অভিভাবকদের সন্তানের ওপর কঠোর নজরদারি রাখতে হবে। গ্রামীণ এলাকার শিক্ষার্থীরাই বেশি মেধাবী এবং তারা দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে। মূল শিক্ষার কেন্দ্র হচ্ছে স্কুল ও কলেজ, এখান থেকেই ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয়।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা এবং মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক। সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!