১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ পার্কিং ও দোকান স্থাপনার বিরুদ্ধে জরিমানা ও সাজা

admin
প্রকাশিত আগস্ট ১, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ
দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ পার্কিং ও দোকান স্থাপনার বিরুদ্ধে জরিমানা ও সাজা

Manual1 Ad Code

দুপচাঁচিয়া প্রতিনিধি: মোঃ আনিসুর রহমান

Manual1 Ad Code

বগুড়ার দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড থেকে তিশি গাড়ি মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকাল ৫টার পর দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা লিজা আক্তার বিথী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা ২৬ বছর বয়সী ট্রাকচালক আলহাজ মিয়া স্থানীয় অটো ও ইজিবাইক স্ট্যান্ডে তার গাড়ি পার্কিং করে ঘুমিয়ে ছিলেন, যা রাস্তায় যানজটের সৃষ্টি করে। এ অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Manual4 Ad Code

অপরদিকে, টগর বসাক (৫০) নামের এক ব্যবসায়ী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অন্য দোকানিরা তড়িঘড়ি করে দোকান গুছিয়ে পালিয়ে যান। অভিযানে পরিত্যক্ত চেয়ার, টেবিল, ছাতা ও অন্যান্য সামগ্রী জব্দ করে পৌরসভার হেফাজতে নেওয়া হয়।

Manual4 Ad Code

উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকায় বারবার নিষেধ করা সত্ত্বেও অবৈধ দখলদারিত্ব চলছিল। স্থানীয় প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code