৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় পানিবন্দি মানুষের দুর্ভোগ নিরসনের আহ্বান এলাকাবাসীর

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ণ
মনপুরায় পানিবন্দি মানুষের দুর্ভোগ নিরসনের আহ্বান এলাকাবাসীর

Manual8 Ad Code

মোঃ কামরুল হোসেন সুমন,মনপুরা:

Manual2 Ad Code

ভোলা জেলার মনপুরা উপজেলার ১ নং ইউনিয়ন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের শত শত মানুষ প্রায় ১ মাস ধরে ভয়াবহ জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করছেন। ঘরবাড়ি ও উঠান পানির নিচে ডুবে আছে। শিশুরা স্কুলে যেতে পারছে না, নারীরা সাপের ভয় ও অসুস্থতার ভয়ে রাত কাটাচ্ছেন।এলাকাবাসীর পরিস্থিতি ও দাবী জলাবদ্ধতার কারণে বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ, জ্বরসহ নানা পানিবাহিত রোগ। নিরাপদ পানির সংকট প্রকট। শিশুদের শিক্ষা বন্ধ, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Manual5 Ad Code

এলাকাবাসী দাবি করেন—অবিলম্বে পানি নিষ্কাশনের কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান, ক্ষতিগ্রস্তদের জন্য খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা দরকার বলে জানিয়েছেন তারা।

Manual6 Ad Code

একজন মানবাধিকার কর্মী বলেন,“কাজ শুরু হয়েছে শুনে ভালো লাগছে। প্রশাসন যেন দ্রুততার সঙ্গে কাজ শেষ করে, না হলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে।”

Manual7 Ad Code

পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, তারা বিষয়টি সম্পূর্ণরূপে অবগত আছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বরাদ্দ পাওয়া গেছে এবং ৪৪টি পাইপ তৈরি ও বসানোর কাজ শুরু হয়েছে। তবে পাইপগুলো তৈরি হতে ও বসাতে কয়েকদিন সময় লাগতে পারে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code