মোঃ কামরুল হোসেন সুমন,মনপুরা:
ভোলা জেলার মনপুরা উপজেলার ১ নং ইউনিয়ন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের শত শত মানুষ প্রায় ১ মাস ধরে ভয়াবহ জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করছেন। ঘরবাড়ি ও উঠান পানির নিচে ডুবে আছে। শিশুরা স্কুলে যেতে পারছে না, নারীরা সাপের ভয় ও অসুস্থতার ভয়ে রাত কাটাচ্ছেন।এলাকাবাসীর পরিস্থিতি ও দাবী জলাবদ্ধতার কারণে বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ, জ্বরসহ নানা পানিবাহিত রোগ। নিরাপদ পানির সংকট প্রকট। শিশুদের শিক্ষা বন্ধ, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এলাকাবাসী দাবি করেন—অবিলম্বে পানি নিষ্কাশনের কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান, ক্ষতিগ্রস্তদের জন্য খাবার, ওষুধ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা দরকার বলে জানিয়েছেন তারা।
একজন মানবাধিকার কর্মী বলেন,“কাজ শুরু হয়েছে শুনে ভালো লাগছে। প্রশাসন যেন দ্রুততার সঙ্গে কাজ শেষ করে, না হলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে।”
পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, তারা বিষয়টি সম্পূর্ণরূপে অবগত আছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বরাদ্দ পাওয়া গেছে এবং ৪৪টি পাইপ তৈরি ও বসানোর কাজ শুরু হয়েছে। তবে পাইপগুলো তৈরি হতে ও বসাতে কয়েকদিন সময় লাগতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।