১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গোবিন্দগঞ্জে অন্যের জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণের অভিযোগ

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২৫, ০১:১২ অপরাহ্ণ
গোবিন্দগঞ্জে অন্যের জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণের অভিযোগ

Manual4 Ad Code

তানিম আফরিন

Manual4 Ad Code

গাইবান্ধা প্রতিনিধি

Manual8 Ad Code

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অন্যের জমি জাল-জালিয়াতির দলিল সৃষ্টি করে জবরদখলে নিয়ে পাকা দোকানঘর নির্মাণ কাজের প্রতিবাদ জানালে নানা হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পৌরশহরের বোয়ালিয়া (গাইবান্ধা মোড়ের রাহেলের ইটভাটা সংলগ্ন) এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী দুবাই প্রবাসীর স্ত্রী জান্নাতুক ফেরদৌসী দিপ্তী প্রতিবেশি সোহরাব হোসেন, জেসমিন বেগম ও তইরন বেগমদের অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া মৌজার ০৬ শতাংশ জমি পৈত্রিক-ওয়ারিশসূত্রে ভুক্তভোগী এবং তাদের ওয়ারিশরা ভোগদখল করে আসছে। বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বাস্তুহারা লীগ নেতা সোহরাব হোসেন নানা প্রভাব খাটিয়ে ভুক্তভোগীদের ওই জমি বেদখল করার ষড়যন্ত্র করতে থাকে। একপর্যায়ে জাল কাগজপত্র তৈরি করে জমিটুকু নিজেদের দাবি করে এবং সেখানে পাকা দোকান ঘর নির্মাণের চেষ্টা করে। ঘটনার দিন তাদের কাজে বাধা ও প্রতিবাদ করলে তারা নানা হুমকি প্রদান করে।
স্থানীয়রা জানান, অবৈধভাবে ও জোরপূর্বক বিবাদমান জমিতে ঘর নির্মাণ কাজের বন্ধ না হলে যেকোনো মুহুর্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে পারে। তারা বিষয়টিতে উভয়পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধান চান।
লিখিত অভিযোগ জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code