১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মনপুরায় নৌ বাহিনীর অভিযানে আটক অবৈধ কারেন্ট জাল!আগুনে পুরে নষ্ট

admin
প্রকাশিত জুন ২৯, ২০২৫, ১২:১০ পূর্বাহ্ণ
মনপুরায় নৌ বাহিনীর অভিযানে আটক অবৈধ কারেন্ট জাল!আগুনে পুরে নষ্ট

মো কামরুল হোসেন সুমন,

মনপুরা:

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে কারেন্ট জাল জব্দ করেছে মনপুরা নৌ বাহিনী। মনপুরার নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডারের নের্তত্বে এই অভিযান চালানো হয়।

শুক্রবার দিন গত রাতে (২৭ জুন) রাতে
কিল্লারপার, চৌধুরি বাজার এলাকা হতে আনুমানিক ৫০ হাজার মিটার কারেন্ট আটক করা হয়।আনুমানিক যার বাজার মূল্য ১৫ লক্ষ টাকা। এসব অবৈধ কারেন্ট জাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে বলে জানান নৌ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার।

মনপুরা উপজেলার নৌ বাহিনীর কন্টিনজেন্ট জানান, একটি বিশেষ অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় অবৈধ কারেন্ট জাল আটক করা হয়।

মনপুরা উপজেলার সামুদ্রিক মৎস্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র দাস বলেন নৌ বাহিনীর অভিযানে আটককৃত অবৈধ কারেন্ট জাল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় পরে এসব জাল আগুনে পুরে নষ্ট করা হয়েছে। এবং নৌ বাহিনীর এসব অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

Sharing is caring!