১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান; ছদ্মবেশে মিলল দালাল চক্রের দৌরাত্ম্য

admin
প্রকাশিত মে ৭, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান; ছদ্মবেশে মিলল দালাল চক্রের দৌরাত্ম্য

Manual1 Ad Code

চুয়াডাঙ্গা থেকে বিশেষ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক সদস্যরা। বুধবার (৭ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ দুদকের সমন্বিত কার্যালয়ের চার সদস্য।

এর আগে, সকাল থেকে ছদ্মবেশে বিআরটিএ কার্যালয় এলাকায় অবস্থান নেয় দুদক সদস্যরা। এসময় তাদের চোখে ওই অফিস ঘিরে দালাল চক্রের দৌরাত্ম্য ধরা পড়ে।

Manual3 Ad Code

পরে দুদক সদস্যরা বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন। বিভিন্ন ধরনের নথিপত্র পর্যালোচনা করেন। এসময় বেশ কিছু অসঙ্গতিপূর্ণ রেকর্ড বইয়ের নমুনাপত্র সংগ্রহ করেন। দালাল চক্রের সদস্যদের সাথে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে প্রমাণ মেলে।

Manual4 Ad Code

ঝিনাইদহ দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, কমিশনের নির্দেশে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে এ অভিযান চালানো হয়। মূলত ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস প্রদানে দালালের মাধ্যমে ঘুষ লেনদেন হয় বলে অভিযোগ ছিল। অভিযানের আগে ছদ্মবেশে সেবাপ্রত্যাশীদের সাথে এই অবৈধ লেনদেনের বিষয়টি পরিলক্ষিত হয়।

Manual1 Ad Code

এছাড়া বহিরাগতরা সরকারি কার্যালয়ের চেয়ার-টেবিলে বসে নিয়মিত অফিস করেন বলেও প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়। এসব তথ্য যাচাই বাছাই করে কমিশনে পাঠানো হবে

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code