চুয়াডাঙ্গা থেকে বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক সদস্যরা। বুধবার (৭ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ দুদকের সমন্বিত কার্যালয়ের চার সদস্য।
এর আগে, সকাল থেকে ছদ্মবেশে বিআরটিএ কার্যালয় এলাকায় অবস্থান নেয় দুদক সদস্যরা। এসময় তাদের চোখে ওই অফিস ঘিরে দালাল চক্রের দৌরাত্ম্য ধরা পড়ে।
পরে দুদক সদস্যরা বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন। বিভিন্ন ধরনের নথিপত্র পর্যালোচনা করেন। এসময় বেশ কিছু অসঙ্গতিপূর্ণ রেকর্ড বইয়ের নমুনাপত্র সংগ্রহ করেন। দালাল চক্রের সদস্যদের সাথে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে প্রমাণ মেলে।
ঝিনাইদহ দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, কমিশনের নির্দেশে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে এ অভিযান চালানো হয়। মূলত ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস প্রদানে দালালের মাধ্যমে ঘুষ লেনদেন হয় বলে অভিযোগ ছিল। অভিযানের আগে ছদ্মবেশে সেবাপ্রত্যাশীদের সাথে এই অবৈধ লেনদেনের বিষয়টি পরিলক্ষিত হয়।
এছাড়া বহিরাগতরা সরকারি কার্যালয়ের চেয়ার-টেবিলে বসে নিয়মিত অফিস করেন বলেও প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া যায়। এসব তথ্য যাচাই বাছাই করে কমিশনে পাঠানো হবে
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.swadhinbhasha.com কর্তৃক সংরক্ষিত।