১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুন্দরবন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ণ
সুন্দরবন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাগর খাঁন,বিশেষ প্রতিনিধি:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদা থানায় সুন্দরবন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বুধবার (১৯ মার্চ ২০২৫) এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুগদা থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি জনাব মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব মাইনুদ্দিন ও টিম ম্যানেজার মো. ফয়সাল আহমেদ। আয়োজনে সভাপতিত্ব করেন জনাব আবুল বাশার।

এছাড়া অনুষ্ঠানে মুগদা থানা মিনি গার্মেন্টস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন সবুজ, সদস্য সচিব সালেহ আহমেদ সজিবসহ সুন্দরবন স্পোর্টিং ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো. সাজেদুর রহমান তার বক্তব্যে বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সিনিয়র ফুটবলাররা দেশের জন্য সুনাম বয়ে এনেছেন, তোমরাও আগামীতে দেশের নাম উজ্জ্বল করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে, কারণ খেলাধুলা একটি টিমওয়ার্ক, যা ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করে।”

তিনি আরও বলেন, “বর্তমানে কিছু যুবক মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত দুঃখজনক। মাদক থেকে দূরে থাকতে হবে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন গড়ে তুলতে হবে। মাদকের সঙ্গে আপস নয়—’মাদককে না বলুন, খেলাধুলায় জীবন গড়ুন’।”

অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Sharing is caring!