১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্ততিমূলক সভা সম্পন্ন

admin
প্রকাশিত মার্চ ১৮, ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ণ
ছাতকে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্ততিমূলক সভা সম্পন্ন

ছাতক প্রতিনিধিঃ- সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন উপলক্ষে এক প্রস্ততিমূলক সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।

এসময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু নাছির, ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাদশাহ, উপজেলা ক্ষুদ্র ও কৃষক ফাউন্ডেশনের সিনিয়র উপজেলা ম্যানেজার মোফাজ্জল হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার,ছাতক সরকারি কলেজের প্রভাষক আব্দুল বাকের, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অজয় কৃষ্ণ পাল, বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জিতেন বর্মন জয়,জয়দেব চন্দ্র দেবনাথ, সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী অপু,ইসলামিক ফাউন্ডেশন উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার জসিম উদ্দিন প্রমূখ।সভায় পুষ্পস্থবক অর্পন,জাতীয় পতাকা উত্তোলন, কোচকাওয়াজ,চিত্রাংকন প্রতিঢ়োগীতা, আবৃত্তি ও রচনা প্রতিযোগীতা সহ নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।

Sharing is caring!