১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁদাবাজির অভিযোগ চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেফতার ৩

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৭:২২ অপরাহ্ণ
চাঁদাবাজির অভিযোগ চাকুরিচ্যুত দুই সেনাসদস্যসহ গ্রেফতার ৩

Manual6 Ad Code

বগুড়া প্রতিনিধি,

বগুড়ায় চাদাঁবাজির সময় সাবেক দুই সেনা সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া। এ সময় তাঁদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। র‌্যাবের দেয়া তথ্যানুযায়ী শুক্রবারে (২১ ফেব্রুয়ারি) বগুড়া শহরের কলোনি এলাকায় শিক্ষা অফিসের সামনে অভিযান চালিয়ে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার আরমান আলী (৩৮), একই এলাকার মোয়াজ্জেম হোসেন (৪৫) এবং ঝালকাঠির নলছিটি এলাকার মামুন হোসেন তালুকদার (৩৭)। এর মধ্যে আরমান আলী ও মোয়াজ্জেম হোসেন চাকরিচ্যুত সেনাসদস্য।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে প্রথম দুজন চাকরিচ্যুত সেনাসদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

Manual3 Ad Code

র‌্যাব সূত্রে জানা গেছে, ২০ ফেব্রুয়ারী গাবতলীর রঞ্জু মিয়া নামে এক ব্যক্তির কাছে মোবাইলে ফোন করে প্রতারক চক্র নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করে। তারা ভয় দেখায় যে র‌্যাব অফিসে তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে এবং তা থেকে বাঁচতে হলে এক লাখ টাকা দিতে হবে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ভুক্তভোগী ওই ব্যাক্তি বগুড়া র‌্যাব-১২ কে জানায় এবং একটি অভিযোগ দায়ের করেন।

Manual2 Ad Code

এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং কৌশলে তাদেরকে জেলা শিক্ষা অফিসের সামনে আসতে বলে। সেখানে আসলে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে সেনাবাহিনীর একটি ভুয়া অস্থায়ী পরিচয়পত্র, ডিজিএফআইয়ের ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, নগদ ৩ হাজার ২০০ টাকা এবং কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code