১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হত্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ণ
হত্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

Manual1 Ad Code

আমিরুল ইসলাম কবির, স্টাফ রিপোর্টারঃ দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলায় গাইবান্ধা জেলা ট্রাক,ট্যাংললড়ী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ব-০৩৪) এর ধাপেরহাট উপ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. মাসুদ মিয়াকে শত্রুতামূলক আসামি করার প্রতিবাদে সোমবার ১৮ই ফেব্রুয়ারী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী,কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ব-০৩৪) র অত্র সংগঠনের পলাশবাড়ী প্রধান কার্যালয়ে বিকেলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেন অত্র সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ। উল্লেখ্য,গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে গত ১৩ই ফেব্রুয়ারী দুপুর ৩টার দিকে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা মামুন মন্ডল’কে এলোপাতাড়ি কোপাইয়া হত্যা করে।

 

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,অত্র সংগঠনের প্রধান কার্যালয়েের সভাপতি শামসুল আলম। বক্তারা দাবী করেন,ঘটনার সময় সাদুল্লাপুর থানার হাসানপাড়া গ্রামের মো. আনছার আলীর ছেলে মাসুন মিয়া ধাপেরহাট বন্দরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন।

Manual7 Ad Code

 

 

 

Manual8 Ad Code

মাসুদ মিয়া উল্লেখিত ঘটনার সাথে জড়িত না থাকা সত্ত্বেও বাদী শত্রুতা পোষণ করে মামলায় এজাহার নামীয় ৬নং আসামি করায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া তারা দাবী করেন,যেহেতু অত্র সংগঠনের ধাপেরহাট উপ আঞ্চলিক শাখা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ মিয়া এ হত্যাকান্ডের সাথে জড়িত ছিলোনা,সেহেতু তাকে পুলিশী গ্রেপ্তার ও হয়রানী থেকে এবং মামলার দায় হতে অব্যাহতির জন্য সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জোর সুপারিশ করেন। সেইসাথে তারা মামলার প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানান।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

 

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম,দপ্তর সম্পাদক হারুন মিয়া,প্রচার সম্পাদক রনজু সরকার,নির্বাহী সদস্য ইসলাম মিয়া,ধাপেরহাট উপ আঞ্চলিক কমিটির সহ সভাপতি রুবেল মিয়া,সাংগঠনিক সম্পাদক যথাক্রমে বকুল মিয়া, সাংগঠিনক সম্পাদক রতন মিয়া,সড়ক সম্পাদক আনিছুর রহমান,প্রচার সম্পাদক সাঈদ মিয়া সহ প্রধান কার্যালয় ও ধাপেরহাট উপ আঞ্চলিক শাখার শ্রমিক নেতৃবৃন্দ।।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code