১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:০৩ অপরাহ্ণ
ছাতকে ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

Manual8 Ad Code

ছাতকে ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে যৌথবাহিনী

Manual8 Ad Code

 

ফকির হাসান :: ছাতকে আন্তঃ জেলা ডাকাত সর্দার আব্দুল কুদ্দুস (৪৫) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামে শনিবার ( ১ ফেব্রুয়ারি ) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে ছাতক ক্যাম্পের সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। সে ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী ইদাজ উল্লাহর পুত্র।

গ্রেফতারের পর তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপ গানসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

গত ২২ জানুয়ারি বুধবার রাত দেড়টার দিকে সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের দারাখাই সেতু এলাকায় সড়কের মধ্যে একটি লরি আড়াআড়ি ভাবে রেখে ও গাছ ফেলে দিয়ে যাত্রীবাহী যানবাহনে ডাকাতির ঘটনা ঘটে। এসময় সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুইটি বাস ও কয়েকটি কার সিএনজিতে ডাকাতির ঘটনা ঘটেছে।
পুলিশের দেয়া তথ্যে ডাকাত আব্দুল কুদ্দুসের নেতৃত্বেই ওই
সময় সড়কে যাত্রীবাহী যানবাহন আটকিয়ে ডাকাতি হয়েছে।

Manual4 Ad Code

ডাকাত সর্দার আব্দুল কুদ্দুসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মো.গোলাম কিবরিয়া হাসান জানান,আটককৃত ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ছাড়াও অস্ত্র আইনে আরো একটি মামলা দেয়া হবে। তার হেফাজতে থাকা আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code