২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রধান শিক্ষিকা খুন!

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪, ০১:৫১ অপরাহ্ণ
প্রধান শিক্ষিকা খুন!

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সবিতা রানী বালা (৫৫) নামে এক প্রধান শিক্ষিকাকে হত্যা করা হয়েছে। গতকাল ২০ অক্টোবর রাত ৩টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের রথখোলা পাড়ায় এ ঘটনা ঘটেছে।

নিহত সবিতা একই গ্রামের পরিতোষ কুমার মণ্ডলের স্ত্রী। তিনি ৮৫ নম্বর চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ।

Manual3 Ad Code

এ দম্পতির কোনো সন্তান নেই। নিহতের স্বামী পরিতোষ জানান, রাতে তিনি ও তার স্ত্রী আলাদা কক্ষে ঘুমাচ্ছিলেন।

Manual2 Ad Code

পূজা করার জন্য পরিতোষ রাত সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে দেখেন যে বাইরে থেকে দরজা বন্ধ। এতে সন্দেহ হলে তিনি স্ত্রীর রুমে গিয়ে দেখেন স্ত্রী খুন হয়েছেন।

Manual7 Ad Code

এসময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বাইরে থেকে দরজার লক খুলে ঘরে ঢোকেন। পরে পরিতোষ ও প্রতিবেশীরা বাইরে বের হয়ে দেখতে পান যে ঘরের পূর্ব পাশ দিয়ে দুর্বৃত্তরা সিঁধ কেটে (মাটি খুঁড়ে) ঘরে ঢুকে তার স্ত্রীকে খুন করে পালিয়ে যায়।

Manual5 Ad Code

তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার স্ত্রীর গলা থেকে স্বর্ণের চেইন, দুটি হাতের বালা, একটি আংটি, একজোড়া কানের দুল আর একটি ল্যাপটপ নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, রাত পৌনে ৪টার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মরদেহের মুখের মধ্যে কাপড় ঢুকানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নিহতের স্বামী গণমাধ্যমকে জানান।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code