১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সামাজিক নিরাপত্তা ভাতা পর্যালোচনায় ওয়ার্কিং কমিটি গঠন

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
সামাজিক নিরাপত্তা ভাতা পর্যালোচনায় ওয়ার্কিং কমিটি গঠন

Manual3 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

Manual6 Ad Code

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেয়া বিভিন্ন ভাতার হার বাড়ানো, কমানো বা অপরিবর্তিত রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তার জন্য আন্তঃমন্ত্রণালয় কার্যকরী কমিটি (ওয়ার্কিং কমিটি) গঠন করেছে সরকার।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, কমিটি মোট ছয়টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির নিয়মিত পর্যালোচনা করবে। এর মধ্যে রয়েছে- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চারটি কর্মসূচি। এগুলো হলো- বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম।

এছাড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি)’ কর্মসূচিও পর্যালোচনার আওতায় থাকবে।

Manual8 Ad Code

ভাতার হার পর্যালোচনার ক্ষেত্রে ভোক্তা মূল্যসূচককে বেঞ্চমার্ক অর্থনৈতিক সূচক হিসেবে ব্যবহার করা হবে। বছরে অন্তত একবার ভাতার হার পর্যালোচনা করে কমিটি সুপারিশসহ একটি প্রতিবেদন অর্থ সচিবের কাছে দাখিল করবে, যা পরবর্তীতে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ কমিটির বিবেচনায় উপস্থাপন করা হবে।

এ আদেশ ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর হবে। একই সঙ্গে এ বিষয়ে অর্থ বিভাগের ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা আগের একটি অফিস আদেশ বাতিল করা হয়েছে।

Manual6 Ad Code

কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে – যুগ্মসচিব (সিভিল রেজিস্ট্রেশন ও সামাজিক নিরাপত্তা অধিশাখা) মন্ত্রিপরিষদ বিভাগ, যুগ্মসচিব (কার্যক্রম) সমাজকল্যাণ মন্ত্রণালয়, যুগ্মসচিব (কার্যক্রম) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যুগ্মসচিব (ত্রাণ কর্মসূচি অধিশাখা), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, যুগ্মপ্রধান/যুগ্মসচিব (সামষ্টিক ও প্রেক্ষিত পরিকল্পনা অনুবিভাগ) সাধারণ অর্থনীতি বিভাগ পরিকল্পনা কমিশন, যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিচালক মহিলা বিষয়ক অধিদফতর, পরিচালক (ন্যাশনাল একাউন্টিং উইং) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সদস্য, পরিচালক (সামাজিক নিরাপত্তা অধিশাখা) সমাজসেবা অধিদফতর এবং পরিচালক (কাবিখা) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code