১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যথাসময়েই হবে শাকসু নির্বাচন

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
যথাসময়েই হবে শাকসু নির্বাচন

Manual4 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন নির্ধারিত ২০ জানুয়ারিতেই হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।যথাসময়ে নির্বাচনের জন্য সোমবার মধ্যরাতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

এতে বলা হয়, সন্ধ্যায় ঢাকায় প্রধান নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সমন্বয়ে আলোচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual7 Ad Code

সভায় শাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী ২০ জানুয়ারি তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস পাওয়া গেছে বলে জানানো হয়।

Manual5 Ad Code

এ সভায় শাবিপ্রবির মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন এবং ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ড. এ এফ এম সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা জারি করা হয়। এতে শাকসু নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।

Manual2 Ad Code

এ অবস্থায় যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে সোমবার মধ্যরাতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরাও ছিলেন।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code