১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জে ৩ টি আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ণ
মানিকগঞ্জে ৩ টি আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে

Manual7 Ad Code

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ–১ সংসদ নং ১৬৭ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) — ৯ জন নির্বাচনে অংশ গ্রহণ করা জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

১)এস এ জিন্নাহ কবীর — বিএনপি

২)আবু বক্কর সিদ্দিক — জামায়াতে ইসলামী

৩)মোহাম্মদ ইলিয়াছ হুসাইন — গণঅধিকার পরিষদ

Manual3 Ad Code

৪)তোজাম্মেলক হক তোজা — স্বতন্ত্র

৫)মোঃ হেদায়েতুল্লাহ — খেলাফত মজলিস

৬)দিলীপ কুমার দাশ — বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি

৭)মোঃ আব্দুল আলী বেপারী — স্বতন্ত্র

৮)মোঃ শাহজাহান খান — জনতা দল

৯)মোঃ খোরশেদ আলম — ইসলামী আন্দোলন বাংলাদেশ

মানিকগঞ্জ–২ সংসদ নং ১৬৮ (সিংগাইর ও হরিরামপুর) — ৬ জন নির্বাচন করা জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছে।

১) মাঈনুল ইসলাম খান শান্ত — বিএনপি

২)এস এম আব্দুল মান্নান — জাতীয় পার্টি

৩)মোঃ সালাউদ্দিন — খেলাফত মজলিস

৪)আবিদুর রহমান নোমান — স্বতন্ত্র

৫)মোঃ আব্দুল হক মোল্লা — স্বতন্ত্র

৬)মোহাম্মদ আলী — ইসলামী আন্দোলন বাংলাদেশ

মানিকগঞ্জ–৩ সংসদ নং ১৬৯ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া) মোট ১২ জন নির্বাচনে অংশ গ্রহণ জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছে।

১)আফরোজা খানম রিতা — বিএনপি

২)মফিজুল ইসলাম খান কামাল — স্বতন্ত্র

Manual1 Ad Code

৩)মাওলানা মুহাঃ দেলওয়ার হোসাইন — জামায়াতে ইসলামী

৪)আতাউর রহমান আতা — স্বতন্ত্র

Manual6 Ad Code

৫)রফিকুল ইসলাম — স্বতন্ত্র

Manual1 Ad Code

৬)মোঃ শাহজাহান আলী — বাংলাদেশ জাসদ

৭)মুহাম্মদ সাঈদ নূর — খেলাফত মজলিস

৮)মোহাম্মদ রফিকুল ইসলাম — এবি পার্টি

৯)মোঃ ফারুক হোসেন — স্বতন্ত্র

১০) মোয়াজ্জেম হোসেন খান মজলিশ — জাতীয় পার্টি (জেপি)

১১) আবুল বাশার বাদশা — জাতীয় পার্টি

১২) সামসুদ্দিন — ইসলামী আন্দোলন বাংলাদেশ

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code