স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের মহেশপুরে একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় ইব্রাহিম হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কার, নিহত ১
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিশুতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, দর্শনা থেকে ছেড়ে আসা সাদা রঙের একটি প্রাইভেট কার মহেশপুরের দিকে যাচ্ছিল। পথে শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা দেয়।
এতে দোকানটি ভেঙে পড়ে এবং ঘটনাস্থলেই ইব্রাহিম হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহতরা হলেন, রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম খুদে ও কদমতলা গ্রামের নাসির উদ্দিন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কোটচাঁদপুর ও যশোরের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!