১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অনেক বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছেন: সাদিক কায়েম

admin
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ণ
অনেক বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছেন: সাদিক কায়েম

Manual7 Ad Code

স্বপ্না শিমু স্টাফ রিপোর্টার

স্বাধীন দেশে অনেক বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি হয়েই থাকতে হবে বললেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

Manual5 Ad Code

রোববার (১৪ ডিসেম্বর) রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম বলেন, ‘বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশপন্থি হয়েই থাকতে হবে। দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে এসে বাংলাদেশপন্থি রাজনীতি করতে হবে।’
তিনি বলেন, ‘স্বাধীন দেশে অনেক বুদ্ধিজীবী ফ্যাসিবাদের পক্ষে কাজ করেছে। যা কোনোভাবেই কাম্য নয়।’

Manual3 Ad Code

উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সর্বস্তরের মানুষের জন্য স্থান দুটি উন্মুক্ত করে দেয়া হয়।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code