১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুয়েতে আত্মপ্রকাশ করল এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটি

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৪৫ অপরাহ্ণ
কুয়েতে আত্মপ্রকাশ করল এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটি

Manual6 Ad Code

স্বপ্না শিমু, স্টাফ রিপোর্টার

Manual2 Ad Code

কুয়েতে আত্মপ্রকাশ করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটি। প্রবাসী বাংলাদেশিদের সামাজিক অধিকার, সহায়তা ও ইতিবাচক বৈশ্বিক উপস্থাপনাকে লক্ষ্য করে সংগঠনটি নতুন অঙ্গীকারে কার্যক্রম শুরু করেছে। সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান ও নেতারা জানান, বর্তমানে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ৪০টি দেশে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

Manual5 Ad Code

স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) জিলিব আল শুয়েখের জমজম রেস্টুরেন্টের হলরুমে নতুন কমিটির পরিচিতি ও কুয়েত প্রবাসী সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কমিটির কুয়েত নেতৃবৃন্দরা।

সংগঠনটির যোগ্যতা, দক্ষতা ও কর্মতৎপরতার মূল্যায়ন করে গত ১৪ নভেম্বর, এনসিপি ডায়াসপোরা এলাইন্স সেন্ট্রালের অনুমোদনে কুয়েতে ৩৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সামাজিক, মানবিক ও সাংগঠনিক সহায়তা, অধিকার রক্ষা, সমস্যা সমাধানে সহযোগিতা এবং জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানো এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কুয়েতের মূল লক্ষ্য বলে জানান তারা।

Manual7 Ad Code

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কুয়েত কমিটিতে আছেন আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব শাহাদাৎ হোসেন, অর্থ সচিব কামাল হোসেন এবং মোহাম্মদ আল আমিন, মিডিয়া ও প্রচার সমন্বয়ক সাইফুল ইসলাম, মুখ্য সংগঠক তানজিম হাসান, আবির আহাদ, নাসিরুদ্দিন অপু, মোহাম্মদ দিদার হোসেন, এনামুল হক।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি ও সময় টিভির প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির বিশেষ প্রতিনিধি আ হ জুবেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি হেবজু মিয়া, এটিএন নিউজের প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকন, গাজী টিভির প্রতিনিধি আলাল আহম্মদ সহ বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code