স্টাফ রিপোর্টার
কুমিল্লার জেলার লাকসাম উপজেলার পূর্ব লাকসাম পৌড়সভার গণ্ডামারা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লাকসাম-চাঁদপুর রেললাইনের গণ্ডামারা অংশে ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে লাকসাম রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাকসাম রেলওয়ে থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পরিচয় না পাওয়া গেলে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
Sharing is caring!