৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দীর্ঘ ১৭ বছর পর উখিয়ায় জামায়াতে ইসলামী কার্যালয়ের শুভ উদ্বোধন

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫, ০৪:১১ অপরাহ্ণ
দীর্ঘ ১৭ বছর পর উখিয়ায় জামায়াতে ইসলামী কার্যালয়ের শুভ উদ্বোধন

Manual6 Ad Code

দীর্ঘ ১৭ বছর পর উখিয়ায় জামায়াতে ইসলামী কার্যালয়ের শুভ উদ্বোধন

 

শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়া:কক্সবাজারের উখিয়া উপজেলায় দীর্ঘ ১৭ বছর পর পুনরায় আনুষ্ঠানিকভাবে চালু হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা কার্যালয়।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) দুপুর ২টার দিকে উখিয়া সদর সালাম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এক অনাড়ম্বর কিন্তু মর্যাদাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের নৈতিক ও আদর্শিক রাজনীতির প্রতীক। দীর্ঘ প্রতিকূলতার পর উখিয়া উপজেলা কার্যালয়ের পুনরায় উদ্বোধন আমাদের সাংগঠনিক দৃঢ়তার প্রতিফলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারি। তিনি তাঁর বক্তব্যে বলেন, জামায়াত ইসলামী সমাজে ন্যায়বিচার, শান্তি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। উখিয়া উপজেলা কার্যালয়ের পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল হুজুর, নায়েবে আমির মাওলানা নুরুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা সোলতান আহমেদ, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুর রহিমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

Manual7 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দীর্ঘ ১৭ বছর পর উখিয়া উপজেলা জামায়াত কার্যালয়ের পুনঃসূচনা উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ইসলামভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের অগ্রগতি কামনা করা হয়।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code