 
ফকির হাসান, সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলা পুলিশের দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তা আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রবিবার (২৬ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন আহমেদ দিরাই সার্কেল হিসেবে সুনামগঞ্জ জেলায় যোগদান করেন। নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন আহমেদ পূর্বে ডিএমপিতে এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৩৪তম বিসিএসের মাধ্যমে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
	
		Sharing is caring!