৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ০৯:০৬ অপরাহ্ণ
কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি

Manual8 Ad Code

গাইবান্ধার পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

Manual4 Ad Code

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই বীজ ও সার বিতরণ করা হয়।

রবি মৌসুমে শীতকালীন শাকসবজি ও ফসল আবাদে কৃষকদের উৎসাহিত করতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে “কৃষি প্রণোদনা কর্মসূচি”র আওতায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মোট ৩৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ২১০ জন কৃষককে ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সারসহ লাউ, বেগুন, শসা ও মিষ্টিকুমড়ার বীজ এবং ১৫০ জন কৃষককে বেগুন, পালং শাক, লাল শাক, মটরশুটি, মুলা, বাটি শাক ও লাউ বীজ বিতরণ করা হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মাহামুদ আল হাসান।

Manual1 Ad Code

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, সমবায় কর্মকর্তা নাজমুজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আল আমিন, একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন মণ্ডল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদাসহ কৃষি অফিসের বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকারের এ প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরশীল কৃষি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code