১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে টাইফয়েড টিকা দান কর্মসূচি নিয়ে,জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৭:১৬ অপরাহ্ণ
খাগড়াছড়িতে টাইফয়েড টিকা দান কর্মসূচি নিয়ে,জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Manual8 Ad Code

মোঃলোকমান হোসেন খাগড়াছড়ি।।

খাগড়াছড়ির ৯টি উপজেলার ৯’মাস থেকে ১৫’বছরের কম বয়সের শিশু – কিশোর – কিশোরীদের টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান কর্মসূচির বিস্তারিত বিষয়ে জনসচেতনা বৃদ্ধি সহ বহুল প্রচার ও কল্পে, জেলা সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪-০৯-২৫’ইং রোজ বুধবার সকাল দশটা থেকে দুপুর ১’টা পর্যন্ত খাগড়াছড়ি সিএস অফিস হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সভায় সিভিল সার্জন মোঃ ছাবের বলেন, বাংলাদেশের এক পরিসংখ্যানে দেখা যায় – যে ১৫’বছরের নিচে শিশু – কিশোর-কিশোরীদের টাইফয়েড আক্রান্তের হার বেশি।

Manual1 Ad Code

তাই গণপ্রজাতন্রী বাংলাদেশ সকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যেগে দেশের প্রত্যান্ত অঞ্চল গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন – উপজেলা ও জেলা শহরের (৯’মাস থেকে ১৫’বছরের কম বয়সের শিশু – কিশোর কিশোরীদের টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হবে, আগামী ১২’ই অক্টোবর ২৫’ইং তারিখ থেকে শুরু হবে আর ঐ বয়সের সকল শিশু- কিশোর – কিশোরী সহ তাদের অভিভাবকদের নিজ দায়িত্বে তার সন্তানদের (৯’মাস থেকে ১৫’বছর কম বয়স) পর্যন্ত বয়সের) সকলেই এ টিকা গ্রহণ করার জন্য আহব্বান জানান তিনি।

Manual2 Ad Code

উক্ত মত বিনিময় সভার প্রধান অথিতি, মোহাম্মদ ছাবের হোসেন চৌধুরী, সিভিল সার্জন খাগড়াছড়ি।

বিশেষ অথিতি মোছাঃ ফেরদৌস বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক খাগড়াছড়ি ও সিনিয়র ডাক্তার সহ অফিস স্টাপগন এবং প্রেসক্লাব সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code