১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকা থেকে মনপুরা ও হাতিয়া-গামী লঞ্চ চলাচল বন্ধ!জীবন ঝুঁকিতে নদী পারাপার

admin
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ
ঢাকা থেকে মনপুরা ও হাতিয়া-গামী লঞ্চ চলাচল বন্ধ!জীবন ঝুঁকিতে নদী পারাপার

Manual6 Ad Code

মো কামরুল হোসেন সুমন,মনপুরা

দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলা ও হাতিয়া রয়েছে ঢাকাগামী ও ঢাকা থেকে মনপুরা হাতিয়াগামী লঞ্চ আবহাওয়া খারাপ থাকলেই বন্ধ হয়ে যায় মনপুরা হাতিয়ার চলাচল।কেনই বা এমনটা হচ্ছে প্রশ্ন জনমনে।

Manual8 Ad Code

উক্ত ঢাকা থেকে মনপুরা ও হাতিয়াগামী লঞ্চ সার্ভিস হাকিমুদ্দিন পর্যন্ত এসে বন্ধ হয়ে যাওয়ার পর,অন্ধকার রাতে শতাধিক মানুষ জীবন ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন, এটা যেন যাত্রীদের দূর্দশা। প্রতিদিন এই রুটে চলাচলকারী যাত্রীরা এখন বাধ্য হয়ে ছোট নৌকা ও অন্যান্য উপায় ব্যবহার করছেন নদী পারাপারের জন্য, যা অনেকের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা অব্যাহত থাকলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়নি। তাদের মতে, নদী পারাপারের জন্য বিকল্প ব্যবস্থা-গুলো নিরাপদ নয় এবং এতে বড় দরনের দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পেতে পারে।

এদিকে, যাত্রীদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করেনি।তবে দ্রুত পরিকল্পনা নিয়ে মনপুরা হাতিয়ায় যাতায়াতের ব্যবস্হা করার অনুরোধ যাত্রীদের!

এদিকে স্থানীয়রা জানান, দ্রুত লঞ্চ সার্ভিস পুনরায় চালু করা এবং নিরাপদ নদী পারাপারের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে। এ পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তবে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে, যা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে।

Manual7 Ad Code

যদি এমন দূর্ঘটনা ঘটে তাহলে কে নিবে এর দায়? পরিস্থিতির দ্রুত সমাধান না হলে জনগণের মধ্যে ক্ষোভ বাড়তে পারে বলে ধারণা করছেন স্হানীয় সুশিল সমাজ ও সচেতন মহল।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code