১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২৫, ০১:৫৩ অপরাহ্ণ
কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলার বিসিক শিল্পনগরী এলাকায় চাঁদাবাজির অভিযোগে মোঃ সায়েম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ তাঁর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে নিহত সায়েম সদর উপজেলার দিদার মার্কেট এলাকায় ভাড়া বাসায় ছিলেন। তাঁর বাবা মোঃ আমিনুল ইসলাম ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তাঁদের পৈতৃক ভিটা রংপুর জেলায়।

স্থানীয়দের ভাষ্য জানা যায় , সায়েম ও তাঁর সহযোগীরা বিসিক শিল্প এলাকার বিভিন্ন ফ্যাক্টরিতে মাঝে মাঝে চাঁদা সংগ্রহ করত। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সায়েম চাঁদার জন্য ফুলমতি ভবনের জান্নাত ফুড ফ্যাক্টরিতে গেলে ফ্যাক্টরির লোকজন তাঁকে আটক করে মারধর করে। পরে তাঁর সহযোগীরা সেখানে গিয়ে হট্টগোল সৃষ্টি করলে সন্ধ্যার দিকে এলাকাবাসী পুনরায় তাঁকে মারধর করে। এ সময় তাঁর মৃত্যু হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন আমরা খবর পেয়ে পুলিশ পাটিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এসেছি। এখন আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং আইন অনুযায়ী প্রক্রিয়া গ্রহণ করা হবেে।

Sharing is caring!